Kalisuri Howlader Computer Training Institute

...

পরিক্ষা পদ্ধতি

কালিশুরী হাওলাদার কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর পরীক্ষা পদ্ধতিঃ

  • প্রতি সপ্তাহে সাপ্তাহিক লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। 
  • পরীক্ষায় অংশগ্রহণের হার বাড়ানো ও শিক্ষার মানো্ন্নয়নের জন্য পরীক্ষায় উত্তীর্ণদের থেকে ১ম ও ২য় স্থান অধিকারীকে প্রতি সপ্তাহে আকর্ষণীয় পূরস্কার প্রদান করা হয়। 
  • বোর্ড পরীক্ষায় অংশ্গ্রহণের পূর্বে বোর্ড পরীক্ষার আদলে টেস্ট পরীক্ষা নেওয়া হয়। 

 

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পদ্ধতিঃ 

  •  বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সর্বশেষ পরিবর্তিত “প্রবিধান ২০১৬” অনুসরণে জাতীয় দক্ষতামান বেসিক ৩৬০ ঘন্টা (৩/৬মাস মেয়াদি) কম্পিউটার কোর্স সমূহের পরীক্ষা পদ্ধতিকে দু’ভাগে ভাগ করা হয়েছেঃ ক) ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষা   খ) চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা। 


    ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষা দুভাগে বিভক্তঃ

    ১। তাত্ত্বিক ধারাবাহিক (পূর্ণমান = ৪০) 

    মোট নম্বর = ইংরেজি ১০ + ট্রেড ৩০ মোট = ৪০
    মান বন্টন                                 শতকরা হার
    ক্লাস টেস্ট -                                     ২০%
    ক্যুইজ -                                          ২০%
    আ্যসাইনমেন্ট -                              ৪০%
    হাজিরা/আচরণ -                            ২০%
    মান বন্টনের মোট শতকরা হার - ১০০%


    ২। ব্যবহারিক ধারাবাহিক (পূর্ণমান = ২০০) 

    টিউটোরিয়াল =১০০, জব /এক্সিপেরিমেন্ট = ১০০
    মান বন্টন                                            শতকরা হার
    টিউটোরিয়াল (১২টি)  -                          ৪০%
    জব /এক্সিপেরিমেন্ট রিপোটর্ (১০টি)   -  ৪০%
    মৌখিক পরীক্ষা -                                    ১০%
    হাজিরা আচরণ -                                    ১০%
    মান বন্টনের মোট শতকরা হার -          ১০০% 

    বিঃ দ্রঃ  প্রাবিধানিক নিয়মানুসারে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রেণি প্রশিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধান যৌথভাবে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারাবাহিক বিষয়ে ২৪০ নম্বরের মূল্যায়নপত্র বোড কতৃক নিধারিত অগ্রগতি কাডে লিপিবদ্ধ করে রাখবেন। অগ্রগতি কাডে লিপিবদ্ধ করে রাখা নাম্বার বোড নির্ধারিত সময়ে অনলাইনে তথ্য ইনপুট দিয়ে বোডের  সাভারে প্রেরণ করতে হবে। বোডের্ সাভারে ইনপুটকৃত তথের একটি প্রিন্টকপি চূড়ান্ত পবের পরীক্ষা কেন্দ্র প্রধানের মাধ্যমে বোডে পাঠাতে হবে। বোড কতৃক ফলাফল প্রকাশ করার পর ৬মাস পযন্ত প্রতিষ্ঠানে জমা থাকবে এবং কারিগরি বোড চাহিবামাত্র প্রতিষ্ঠান প্রধান দেখাতে বাধ্য থাকবেন। 

    চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা দু’ভাগে বিভক্ত যথাঃ 

    ১। তাত্ত্বিক চূড়ান্ত পরীক্ষা    ২। ব্যবহারিক চূড়ান্ত পরীক্ষা 

    চূড়ান্ত তাত্ত্বিক মূল্যায়ন (পূর্ণমান = ৬০)

    মোট নম্বর = ইংরেজি ১০ + ট্রেড ৫০ মোট = ৬০
    মান বন্টন                          মান
    ইংরেজি -                            ১০
    এমসিকিউ/সট উত্তর -       ৫০
    শূণ্যস্থান/ সত্য মিথ্যা 
    পূণমান =                          ৬০

    ব্যবহারিক মূল্যায়ণ (পূর্ণমান - ২০০)

    টিউটোরিয়াল =১০০, জব /এক্সিপেরিমেন্ট = ১০০
    মান বন্টন                                            শতকরা হার
    টিউটোরিয়াল (১২টি)  -                          ৪০%
    জব /এক্সিপেরিমেন্ট রিপোটর্ (১০টি)   -   ৪০%
    মৌখিক পরীক্ষা -                                    ১০%
    হাজিরা আচরণ -                                    ১০%
    মান বন্টনের মোট শতকরা হার -          ১০০%

    বিঃ দ্রঃ 

    ১। চূড়ান্ত তাত্ত্বিক পরীক্ষার নিয়মাবলীঃ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর/শূণ্যস্থান পূরণ/ সত্য-মিথ্যা/এমসিকিউ এবং ইংরেজি বিষয়ে লিখিত পরীক্ষা হবে। এ পর্বে সরাসরি কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রশ্ন করা হবে। প্রশ্নপত্রে ১০ নাম্বার ইংরেজি  এবং কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স/অন্যান্য কোর্স থেকে ৫০ নাম্বার সহ মোট৬০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল প্রশ্নের মান সমান। প্রত্যেক প্রশ্নের উত্তর বাধ্যতামূলক। এ পর্বের পরীক্ষার খাতা সরাসরি বোর্ড কর্তৃক পরীক্ষণ, নিরীক্ষণ, প্রধান পরীক্ষক কর্তৃক চূড়ান্ত পরীক্ষণ কাযক্রম সমাপ্তির পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ  অফিস কর্তৃক টেবুলেশন শিট চূড়ান্ত করে ফলাফল প্রদান করা হয়। 


    ১। চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষার নিয়মাবলীঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ব্যবহারিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয়। উক্ত প্রশ্নপত্রে ৫টি ব্যবহারিক জব এক্সিপেরিমেন্ট সহ মোট ৬টি প্রশ্ন থাকবে। প্রত্যেক পরীক্ষার্থীকে ৬নং প্রশ্নসহ যে কোন একটি জব এক্সিপেরিমেন্ট এবং তদসংশ্লিস্ট পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্রে “প্রতিবেদন” আকারে লিখতে হবে। একজন পরীক্ষার্থী উত্তরপত্রে যে জব এক্সিপেরিমেন্ট প্রতিবেদন হিসাবে লিখবে সেটি কম্পিউটারে পরীক্ষণ করে দেখাতে হবে। সারা দেশের বোর্ড নিয়ন্ত্রিত পরীক্ষা কেন্দ্রের  কেন্দ্র প্রধান কর্তৃক নিয়োগকৃত অ্ভ্যান্তরীন এবং অনাভ্যন্তরীন পরীক্ষকগণ সম্মিলিতভাবে ব্যবহারিক চূড়ান্ত পরীক্ষা গ্রহণ পূর্বক কেন্দ্র প্রধানের সার্বিক তত্ত্বাবধানে যৌথভাবে অনলাইনে বোর্ডে প্রেরণ করবেন। বোর্ড তাত্ত্বিক ধারাবাহিক, ব্যবহারিক ধারাবাহিক, তাত্ত্বিক চূড়ান্ত এবং ব্যবহারিক চূড়ান্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গ্রেড নির্ধারণ করে সরাসরি ইন্টারনেটের মাধ্যমে সারাদেশব্যাপী ফলাফল প্রকাশ করবেন এবং ফলাফল প্রকাশের ১মাসের মধ্যে বোর্ড কর্তৃক সার্টিফিকেট প্রদান করার অঙ্গীকার জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষক্রম (৩৬০ ঘন্টা মেয়াদি) “প্রবিধান ২০১ “ এ বর্ণিত আছে। 



        
     



No comments:

Post a Comment